মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতার ভাই নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ২১:১৯
অ- অ+

নাটোরের সিংড়ায় মোটরসাইকেলের ধাক্কায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখের ছোট ভাই সাইদুর রহমান শেখ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, বেলা ১১টায় সাইদুর রহমান সিংড়া বাজার হতে একটি ভ্যানযোগে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে গোল-ই-আফরোজ কলেজ রোডে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকালে তার মৃত্যু হয়।’

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম বলেন, ‘নিহত সাইদুর রহমান মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়।’

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘শুনেছি, মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।’

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা