পাকুন্দিয়ায় তিন ফার্মেসিকে জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩০

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও মূল্য টেম্পারিং করার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিনটি ফার্মেসি থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন এ জরিমানা আদায় করেন।

ফার্মেসিগুলো হলো- পাকুন্দিয়া সদর বাজারের মোস্তাফী ড্রাগ হাউজ ও একতা ফার্মেসি এবং পুলেরঘাট বাজারের সেবা ফার্মেসি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, ‘দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও মূল্য টেম্পারিং করার দায়ে মোস্তাফী ড্রাগ হাউজ থেকে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একতা ফার্মেসি থেকে তিন হাজার টাকা ও সেবা ফার্মেসি থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :