মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গল ও বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা (২২) এবং থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)।
জানা গেছে, বুধবার রাতে রুলিয়া বেগম সোফায় বসে ভাত খাচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। স্থানীয় এক ওঝা ঝাড়ফুঁক দিলেও বিষে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবার বিকালে আরিফা বাড়ির কাঁঁঠাল গাছের নিচে বসে তার বাচ্চাকে ডিম খাওয়াচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। অচেতন অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ দুই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১৬মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন