মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১৪:০৭| আপডেট : ১৬ মে ২০২৪, ১৪:২১
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গল ও বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা (২২) এবং থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)।

জানা গেছে, বুধবার রাতে রুলিয়া বেগম সোফায় বসে ভাত খাচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। স্থানীয় এক ওঝা ঝাড়ফুঁক দিলেও বিষে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার বিকালে আরিফা বাড়ির কাঁঁঠাল গাছের নিচে বসে তার বাচ্চাকে ডিম খাওয়াচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। অচেতন অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ দুই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/১৬মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা