কুবিতে প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার

কুবি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৪২

দেশ-বিদেশের স্বনামধন্য সাহিত্যিকদের অংশগ্রহণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯' । আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) অনুষদ ভবনের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগ এবং বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় অনুষদের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনটি।

অনুষ্ঠানসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯:৩০টায় সম্মেলনের উদ্বোধন করবেন খ্যাতিমান রবীন্দ্র গবেষক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।

সম্মেলনের আহ্বায়ক এবং কলা মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ভারতের আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন সম্মেলনে।

দিনব্যাপী তিনটি অধিবেশনের মাধ্যমে সম্মেলনের সেমিনার পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে 'অন্য রবীন্দ্রনাথ' প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। 'উইলিয়াম শেক্সপিয়র' বিষয়ক পরবর্তী অধিবেশনে প্রবন্ধালোচনা রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ। সর্বশেষ অধিবেশনে 'সাহিত্যতত্ত্ব' শীর্ষক প্রবন্ধ নিয়ে আসবেন ভারতের আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য।

তিনটি অধিবেশনে সভাপতিত্ব করবেন যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান মো. আলী রেজওয়ান তালুকদার এবং বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।

সম্মেলন প্রসঙ্গে আহ্বায়ক কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, 'শিক্ষার্থীদের জ্ঞানার্জন আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। আশা করছি সকলের সহযোগিতায় সম্মেলনটি সার্থক ও সফল হবে।'

সম্মেলনের সেমিনার পর্ব শেষে বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের যৌথ প্রযোজনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হবে। এতে আবৃত্তি, নাচ, গান, অভিনয় এবং নাটিকা প্রদর্শন করবেন দুই বিভাগের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :