ভোলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৯, ১১:৪৮
অ- অ+

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২১০ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ ফরাজী ও ইকবাল হোসেন রাসেল নামের দুই মাদক বিক্রেতাকে আটক করছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে এদের আটক করা হয়।

আটক আব্দুর রশিদ উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল হাই ফরাজীর ছেলে এবং ইকবাল হোসেন রাসেল বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের মো. মাকসুদ আলমের ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরাজী বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে আব্দুর রশিদ ফরাজীকে ২০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আর ইকবাল হোসেন রাসেলকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই মোহাইমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা