টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৯, ১৫:২৯| আপডেট : ০৭ মে ২০১৯, ১৯:১৭
অ- অ+

ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ, ৩৬ ওভারে ২ উইকেটে ১৭৬ রান তুলেছে ক্যারিবিয়ানরা। একটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ।

ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়। বাংলাদেশ আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামলেও ওয়েস্ট ইন্ডিজ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আইরিশদের বিপক্ষে আগের ম্যাচে তারা প্রথমে ব্যাট করে ৩৮১ রান করে। ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল ১৩৭ বলে ১৭৯ রান করেন। অপর ওপেনার শাই হোপ ১৫২ বলে ১৭০ রান করেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডাউরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জনাথন কার্টার, সুনিল আমব্রিস, অ্যাশলে নার্স, জ্যাসন হোল্ডার, কেমার রোচ, শেল্ডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

(ঢাকাটাইমস/৭ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা