চট্টগ্রামে ফুলকলি ব্রেড ইন্ডাস্ট্রিজকে সাত লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০১৯, ২১:৪২

চট্টগ্রামের স্বনামধন্য ফুলকলিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাত লাখ টাকা জরিমানা করেছে।

রবিবার সকালে র‌্যাবের এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

ফুলকলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করা হয়- এমন অভিযোগ পেয়ে রাহাত্তারপুল এলাকার কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান বলেন, ‘পণ্য তৈরির কাঁচামালের ওপর মরা মাছি ও পোকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণের দায়ে ফুলকলিকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, ভোক্তা অধিকার ও বিএসটিআই’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :