‘স্টার ট্রেক পিকার্ড’-এর ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ মে ২০১৯, ১৭:০১| আপডেট : ২৪ মে ২০১৯, ১৭:০৩
অ- অ+

অবশেষে প্রকাশ হলো বহু প্রতীক্ষিত ছবি ‘স্টার ট্রেক পিকার্ড’-এর ট্রেলার। এক মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারটি শুরুই হয়েছে সুন্দর ভাইনইয়ার্ডের ছবির মতো দৃশ্য দিয়ে। ছবির অসাধারণ ক্লিপের মন্তাজ দিয়ে তৈরি এই ট্রেলার একমাত্র জিন-লুক পিকার্ডের ছবি দেখা গেছে। এখানে পিকার্ডের চরিত্রে অভিনয় করেছেন হলিউডের নামকরা তারকা প্যাট্রিক স্টেওয়ার্ট।

ইনস্টাগ্রামে ‘স্টার ট্রেক পিকার্ড’-এর ট্রেলার শেয়ার করে প্যাট্রিক লিখেছেন, ‘ঞযব বহফ রং ড়হষু ঃযব নবমরহহরহম. ঋরৎংঃ ষড়ড়শ: ঝঃধৎ ঃৎবশ ঢ়রপধৎফ।’ ছবিটির ট্রেলার শেষ হয়েছে ইংরেজি এই লাইনটি দিয়েই।

‘স্টার ট্রেক দ্য নেক্স জেনারেশন’ ছবিটি মোট ১১টি অ্যামি পুরস্কার পায়। এছাড়া ১৯৯৮ ও ২০০২ সালে ‘স্টার ট্রেক’-এর আরও দুটি এপিসোড রিলিজ করেছিল। তবে এই ছবিটি রিলিজ করবে সিবিএসের সমস্ত হলে ও অ্যামাজন প্রিইম ভিডিওতে। এছাড়া কেবল নেটওয়ার্ক স্পেস ও জেডেও রিলিজ করবে স্টার ট্রেকের এই সিরিজটি।

ঢাকাটাইমস/২৪ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা