বার্সেলোনায় আসার প্রধান কারণ মেসি: গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ০৯:১৮
অ- অ+

স্বপ্নের দলের সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়ে গিয়েছে। ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান স্বীকার করলেন, বার্সেলোনায় সই করার পরে তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন। পরিবারের সঙ্গে এখনও ছুটি কাটাচ্ছেন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু তাঁকে ছাড়াই প্রাক-মৌসুম সফর শুরু করে দিয়েছে বার্সেলোনা।

টোকিওতে মঙ্গলবার বার্সা খেলবে নতুন ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির বিরুদ্ধে। তার আগে স্পেনের এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেছেন, ‘আমার দলবদল নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছিল। তারপরে যে দিন খবর এল যে, চুক্তি নিয়ে আর সমস্যা নেই, তখন আনন্দে নেচে উঠেছিলাম।’

যোগ করেন, ‘বাবাকে ঘুম থেকে ডেকে তুলে বলেছিলাম, বার্সার হয়ে খেলতে আর সমস্যা নেই। আনন্দে কেঁদে ফেলেছিলাম। সেই সময়ে আমার সঙ্গে স্ত্রী, সন্তানরা এবং বেশ কিছু বন্ধুও ছিল। ওই মুহূর্তটা ভুলতে পারব না।’

আতলেতিকো থেকে এ বার ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাতলেতিকো ছেড়ে বার্সেলোনায় এসেছেন তিনি। যদিও এই চুক্তি নিয়ে এখনও খুশি হতে পারেনি তাঁর পুরনো ক্লাব। স্প্যানিশ মিডিয়ার খবর, প্রয়োজনে ফিফার দ্বারস্থ হতে পারে তারা। যদিও তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না ২৮ বছর বয়সী তারকা।

তিনি বলেছেন, ‘আমার এই ক্লাবে আসার প্রধান কারণ লিওনেল মেসি। ওর পাশে খেলার সুযোগ পাব, সেটা ভেবেই আমি রোমাঞ্চিত। আমি অধীর আগ্রহ নিয়ে ওর ফেরার অপেক্ষায় রয়েছি।’

অনেকে মনে করছেন, গ্রিজম্যান যতটা স্বাধীনতা নিয়ে খেলতেন অ্যাতলেতিকোতে, তা এই ক্লাবে কতটা সম্ভব হবে? বিশ্বজয়ী ফ্রান্স দলের অন্যতম তারকা তা নিয়ে চিন্তিত নন। তিনি বলেছেন, ‘অনুশীলনে আমি মেসির থেকে সমস্ত কিছু শিখে নেওয়ার চেষ্টা করব এবং পরে ম্যাচে তা নিজের মতো ব্যবহার করার চেষ্টা করব।’

তিনি আরও বলেছেন, ‘আমি যতটা বুঝেছি তাতে মাঠে এবং মাঠের বাইরে মেসির সঙ্গে সময় কাটাতে পারলে নিজের খেলাকে আরও উন্নত করতে পারব।’

গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। গ্রিজম্যান বলেছেন, ‘বার্সা-ভক্তেরা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে—এই তিন প্রতিযোগিতাতেই দলের হাতে ট্রফি দেখতে চান। আমি সেই প্রত্যাশা পূর্ণ করার চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা