দুদকের মামলায় বিমানের চার কর্মকর্তার কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৭:৩৬ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৭:৩৪
ফাইল ছবি

ভুয়া বিল-ভাউচার তৈরি ও অর্থ পরিশোধ দেখিয়ে টাকা আত্মসাতের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেতন শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- বিমানের বেতন শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ জিন্নাহ, ক্যাশ অ্যান্ড ব্যাংকিং শাখার সহকারী ব্যবস্থাপক এম এ রব, হিসাব তত্ত্বাবধায়ক মো. হারুন অর রশিদ ও এম এ এস টি চৌধুরী (মীর আবু সাঈদ তাইফুদ্দিন চৌধুরী)।

তাদের মধ্যে জিন্নাহ, হারুন অর রশিদ (পলাতক) এবং এম এ এস টি চৌধুরীকে সাত বছর করে কারাদণ্ডের পাশাপাশি ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আর আসামি রবকে ৫ বছর কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত তিনজনকে পরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের জুলাই থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বিমানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বিদেশে ভ্রমণ শেষে টিএ/ডিএ বিল উত্তোলনের পর একই ভ্রমণের অনুমতিপত্র ফটোকপি করে এবং কোনো কোনো ক্ষেত্রে কার্বনকপিতে কাটাকাটি করে টাকার পরিমাণ বাড়ান আসামিরা। এভাবে একাধিক ভুয়া ও জাল পরিশোধ ভাউচার বানিয়ে ১৬৬টি ভুয়া পরিশোধ ভাউচারের মাধ্যমে ২৮ লাখ ৫৮ হাজার ৪৪১ টাকা আত্মসাৎ করা হয়।

ওই ঘটনায় ক্যাশ অ্যান্ড ব্যাংকিং শাখার সাবেক অ্যাকাউন্টস অফিসার মীর আজিজুর রহমান ও দণ্ডপ্রাপ্ত ওই চার আসামিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক বেনজীর আহম্মদ ২০১০ সালের ৫ সেপ্টেম্বর মামলাটি করেন। মামলা তদন্ত করে একই কর্মকর্তা ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০১৬ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচারকাজ চলাকালে আসামি মীর আজিজুর রহমান ২০১৮ সালের ১৮ নভেম্বর মারা যান।

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :