ঠাকুরগাঁওয়ের পাড়িয়ায় চেয়ারম্যান পদে জিল্লুর বিজয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৯, ২২:২৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান।

জিল্লুর রহমান লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এর আগেও ওই ইউনিয়নে দুইবার চেয়ারম্যান ছিলেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান ৭ হাজার ১৪৭ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলে রাব্বী রুবেল নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৫১ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মোটরসাইকেলে প্রতীকে ৩৭৬ ভোট পেয়েছেন।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচিত প্রার্থী পাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, ইউনিয়নের মানুষের কাছে আমি চিরঋণী। আমাকে এত ভোটে জয়ী করবে ভাবতেও পারিনি। সবার ভালবাসায় ইউনিয়নের গরিব ও মেহনতি মানুষের সেবা অব্যাহত রাখতে চাই।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, উপজেলা নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল। তিনি পদটি ছেড়ে দিলে শূন্য হয়।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :