ডেঙ্গু মোকাবেলায় আমাদের সব প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০১৯, ১৯:৪০
অ- অ+

সারাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, ‘প্রতিদিন দেশের বিভিন্ন হাসপাতালে নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন, আবার সেই পরিমাণ রোগী সুস্থ হয়ে চলেও যাচ্ছেন। রোগীর সংখ্যা মাথায় রেখেই আমরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতালসহ চারটি হাসপাতালে অতিরিক্ত অন্তত দুই হাজার বেড প্রস্তুত রেখেছি। পাশাপাশি স্বাস্থ্যখাতের সব কর্মকর্তার ঈদের ছুটি বাতিল, একাধিক মনিটরিং সেল করা, নতুন আইসিইউ বেড বাড়ানো হয়েছে।’

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ডেঙ্গু রোগী কোনোদিন বেশি বাড়ে আবার কোনোদিন খুবই কম বাড়ে। হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই অল্প অল্প বাড়ছে। তবে, এক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই।’

জনসচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে বাসা বাড়িতে জমে থাকা স্বচ্ছ পানি তিন দিনের মধ্যে পরিষ্কার না করলে এডিস মশা জন্ম নেয়ার আশংকা বেড়ে যায়। এক্ষেত্রে নিজ নিজ বাসা বাড়ি পরিচ্ছন্ন রাখতে ব্যক্তি সচেতনতা এখন খুবই জরুরি বিষয়।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা