অলিম্পিক্সে দেখা যেতে পারে ক্রিকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৯, ১১:৫৭
অ- অ+

ক্রিকেটকে অলিম্পিক্সের অংশ করতে আপ্রাণ চেষ্টা করছে আইসিসি। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং জানিয়েছেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে আইসিসি।

একটি ক্রিকেট ওয়েবসাইটকে গ্যাটিং বলেছেন, ‘আইসিসি চিফ এগজিকিউটিভ মনু সহনেইয়ের সঙ্গে কথা হচ্ছিল। মনু আশাবাদী, ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেট দেখা যাবে বলে। সে রকম যদি হয়, তা হলে সেটা ক্রিকেটের জন্য দারুণ একটা ব্যাপার হবে।’

লর্ডসে দু’দিনের এমসিসি-র ক্রিকেট কমিটির বৈঠক শেষ হল সোমবার। যে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। এই বৈঠকে আলোচনা হয়েছে ওভার থ্রো-র নিয়ম নিয়েও। বিশ্বকাপ ফাইনালে বিতর্কিত ওভার থ্রো-র জেরে ছয় রান পেয়েছিলেন বেন স্টোকস। যেখানে নিয়মমতো পাঁচ রান হয়। এর পরে এই আইন নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সোমবার এক বিবৃতিতে এমসিসি বলেছে, ‘‘বিশ্বকাপ ফাইনালের ওভার থ্রোর কথা মাথায় রেখে ক্রিকেট কমিটির বৈঠকে ১৯.৮ আইন নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেট কমিটি মনে করে, এই ব্যাপারে আইন স্বচ্ছই আছে। তার পরেও ঠিক হয়েছে, সেপ্টেম্বরে আইন সংক্রান্ত সাব কমিটির সভায় এই নিয়ে পর্যালোচনা হবে।’

চলতি বছরের গোড়ার দিকে সচিন টেন্ডুলকরও অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। গ্যাটিং আরও বলেছেন, ‘দু-সপ্তাহের ব্যাপার অলিম্পিক্স। এক মাস ধরে চলবে না। তাতে সুবিধেই হবে। চার বছর অন্তর দু’সপ্তাহ ক্রিকেটটে রাখা যেতেই পারে। এক বার ব্যাপারটা শুরু হয়ে গেলে আরও সহজ হবে।’ তিনি আরও যোগ করেন, ‘এক বার অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হয়ে গেলে এই দু’সপ্তাহ পরিকল্পনা করার সুযোগ পাওয়া যাবে। আগামী ১৮ মাস কী ভাবে সব কিছু এগোয় সেটাই দেখার।’

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা