সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৫১| আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৫৭
অ- অ+
সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দুর্নীতির অভিযোগে বিচারের জন্য আদালতে হাজির করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কড়া নিরাপত্তার মধ্যে রাজধানী খার্তুমের একটি আদালতে ওমর আল বশিরকে আদালতে উপস্থিত হন।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা রাখা, ঘুষ নেয়া এবং দুর্নীতির অভিযোগ আছে।

ওমর আল বশিরের বাসায় একটি স্যুটকেস থেকে সাড়ে ৩ লাখ ডলার, ৬ মিলিয়ন ইউরো ও ৫ বিলিয়ন সুদানিজ পাউন্ড উদ্ধার করে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশী টাকায় প্রায় ১১০০ কোটি টাকা।

প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা গত ১১ এপ্রিল ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে তিন মাসের জরুরি অবস্থাও জারি করা হয়। সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, আগামী দুই বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১৯৮৯ সাল থেকে সুদানে ক্ষমতায় ছিলেন ওমর আল বশির। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি)গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর এলাকায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

তার বিরুদ্ধে অনেক বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ রয়েছে। তাছাড়া, অর্থ পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তার জন্য আইনজীবীরা তাকে জেরা করতে চান।

ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা