বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ০৯:১৭
অ- অ+

দুর্ঘটনার কবলে পড়ে সাগরে বিধস্ত হয় অনেক বিমান। কারণ পানিতে অবতরণ করার ক্ষমতা নেই বিমানের। তবে এই ধারণা পাল্টে দিয়ে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করেছে চীন। যে বিমান মূলত পানিতে নামতে ও চলতে পারবে এবং আকাশে দাপট দেখাতে পারবে।

যেকোনো মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাছে এই বিমানকে ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীন। বিমান প্রস্তুতকারী সংস্থার দাবি, এটাই বিশ্বের সবচেয়ে বড় বিমান।

বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বা (এভিআইসি) বিমানটিকে প্রকাশ্যে এনেছে। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, চিন্র গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরী এজি-সিক্স হান্ড্রেড নামের এই বিমানটিকে প্রকাশ্যে আনা হয়। এজি-সিক্স হান্ড্রেড বিমান আকারে প্রায় বোয়িং সেভেন থ্রি সেভেনের এর সমান।

এখন পর্যন্ত যত উভচর বিমান তৈরি করা হয়েছে তার মধ্যে চীনের বিমানটি সবচেয়ে বড়। এই বিমান নির্মাণকে চীনা বিমান শিল্পের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। সাগর সম্পদ অনুসন্ধান, পরিবেশ সংক্রান্ত নজরদারি এবং পরিবহনের ক্ষেত্রে এ বিমান ব্যবহার করা যাবে।

ঢাকা টাইমস/২১আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা