প্রাক্তন স্ত্রীর স্বামীকে হত্যায় এক ব্যক্তির ফাঁসির আদেশ

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৯, ১৭:২৯

খুলনা নগরীতে জেসমিন বেগম নামে এক নারীর স্বামীকে হত্যার দায়ে ওই নারীর প্রাক্তন স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত এ ব্যক্তির নাম মো. খোকন (৪৫)।

বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আসামি খোকন যশোর জেলা সদরের শংকরপুর রেল স্টেশনের পাশের বাসিন্দা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার নাটগা তেতুলিয়া গ্রামের নজির মোল্লার ছেলে।

রায় ঘোষণাকালে তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের সাঁটলিপিকার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৬নভেম্বর রাত ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধিন নবপল্লী মসজিদ গলির চানের ভাড়া বাসায় দ্বিতীয় স্বামী এমডি বাশারকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্ত্রী জেসমিন বেগম। এ সময় জেসমিনের প্রথম স্বামী মো. খোকন ঘরে ঢুকে বাশারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় বাশারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন। এ ঘটনায় জেসমিন বেগম বাদী হয়ে প্রথম স্বামী খোকনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং-২।

২০১৭ সালের ৩মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই মুন্সি মো. শফিকুল ইসলাম আদালতে খোকনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার।

ঢাকাটাইমসন/২৮আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :