ইবিতে চারুকলায় ব্যবহারিক পরীক্ষার দাবি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চালু হওয়া চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নতুন চালু হওয়া ৩৪তম বিভাগের ভর্তি পরীক্ষায় কোন ব্যাবহারিক পরীক্ষা গ্রহণ করবে না কর্তৃপক্ষ বলে জানা গেছে।

এ ঘটনায় সোমবার প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একই সাথে উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, ‘এবছর থেকে বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ চালু হয়েছে এটা খুশির সংবাদ। কিন্তু ব্যাবহারিক পরীক্ষা ছাড়া চারুকলা বিভাগে ভর্তি অযৌক্তিক। যারা শিল্পচর্চায় পারদর্শী শুধুমাত্র তারাই এ বিভাগে ভর্তি হবে। কিন্তু ব্যবহারিক পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী বাছাই করবে কর্তৃপক্ষ। প্রশাসনের কাছে চারুকলায় ভর্তিতে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জোর দাবি জানাই।’

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘চারুকলা বিভাগের ভর্তিতে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। ভর্তি কমিটির সভা ডেকে এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, চারুকলায় ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭০ নম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০ নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০ নম্বর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫০ নম্বরের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

তিন দিনব্যাপী International Conference on Physics অনুষ্ঠিত

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :