ফেসবুক হ্যাকড, ভক্তদের সাবধান করলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৩| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮
অ- অ+

বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে মিষ্টি চেহারার নায়িকা পরীমনির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি আবারও হ্যাক করা হয়েছে। রবিবার থেকে তিনি তার ফেসবুকে লগ ইন করতে পারছেন না। আইডিতে ঢুকতে গেলেই সেটি ডিসঅ্যাবল দেখাচ্ছে।

পরীমনি বলেন, ‘গতকাল (রবিবার) রাত থেকে আমি ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা এ কাজটি করেছে আমি জানি না। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি।’

ফেসবুক হ্যাকড হওয়ার পর ভক্ত-সমর্থক সবাইকে সাবধান করে দিয়েছেন পরীমনি। বলেছেন, ‘আমার আইডি থেকে কোনো আপত্তিকর বা সন্দেজনক মেসেজ গেলে তাতে বিভ্রান্ত হবেন না।’ ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকড হলেও তার ফ্যান পেজটি সক্রিয় রয়েছে বলেও জানান নায়িকা।

প্রসঙ্গত, পরীমনির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি এর আগেও হ্যাকড হয়েছিল। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ মাধ্যমটিতে নায়িকা বরাবরই সক্রিয় থাকেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি তিনি নিয়মিত আপডেট দেন এখানে। যার ফলে সোশ্যাল দুনিয়ায় তার ভক্ত-অনুসারীও অনেক।

ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা