ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা উপকরণ দিলেন মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে বিশটি হুইল চেয়ার, বিশটি হ্যান্ড ট্রলি ও দুইটি বর্জ অপসারণের ভ্যানগাড়ি দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বুধবার সকালে সিটি কর্পোরেশন চত্বরে চার লক্ষাধিক টাকার সমপরিমাণ এসব চিকিৎসা সহায়ক উপকরণ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদারের নিকট হস্তান্তর করেন তিনি।

এসময় মেয়র বলেন, ময়মনসিংহ হাসপাতালটি সনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে যে পরিমাণ রোগীর চাপ, সেই পরিমাণ সেবা দিতে হিমশিম পোহাতে হচ্ছে।’

প্রত্যেকের অবস্থান থেকে সরকারের পাশাপাশি সবারই সহযোগিতার আহ্বান জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, সচিব আব্দুল হালিম, প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম, নির্বাহী হাকিম রাজিবুল আহসান, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, প্রধান সুপারভাইজার রবিউল ইসলাম, কাউন্সিলর ফারুক হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :