ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল আলোচনা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ২১:৫৪

ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আন্তর্জাতিক অহিংসা দিবসে গোলটেবিল আলোচনা হয়েছে। বুধবার বিকালে ময়মনসিংহ অঞ্চল ডেমোক্রেসি ইন্টারন্যাশাল এ আলোচনা সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘অহিংসায় বুনি সম্প্রীতির দেশ’।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার এতে সভাপতিত্ব করেন।

আলোচনায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ চলুক- তাহলেই কোন সহিংসতা থাকবে না।

তিনি বলেন, ‘মহাত্মা গান্ধির রাজনৈতিক চরিত্রকে সব শ্রেণির মানুষ ভালোবাসত।’

সাবেক এমপি বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল বাশার আকন্দ বলেন, ‘আলোচনা ছাড়া কোন উপায় নেই- হিংসা দূর করার। বর্তমান রাজনীতি এমন অবস্থায় চলে গেছে মেয়ের বিয়েতেও অপজিশন নেতাদের দাওয়াত দিলেও বিপদ।’

জাতীয় পার্টির সহসভাপতি সোহরাব উদ্দিন খান বলেন, ‘দুই দলের বক্তব্য শুনলে মনে হয় দুই দলই সমান, কিন্তুু বাস্তবে সব উল্টা।’

গোলটেবিল বৈঠকে ছিলেন- উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, জাতীয় পরিষদ সদস্য গোলাম ফেরদৌস জিল্লু, মহিলাদলের নেত্রী ফরিদা ইয়াসমিন পারভিন, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শহিদ আমিনী রুমি, মহিলা যুবলীগ নেত্রী মাহমুদা মলি, বিএনপি তাসলিমা তিথী, শারমিন আক্তার লাকি, যুবসংহতির আসাদুজ্জামান রতন, শরিফুল ইসলাম।

সার্বিক পরিচালনা করেন সুমন চন্দ্র ঘোষ ও জামাল উদ্দিন।

প্রসঙ্গত, পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ২০০৭ সালে ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় অহিংস মতবাদ ও দর্শনের প্রতি সম্মান জানিয়ে মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। তাই প্রতিবছর ২ অক্টোবর পালন করা হয় এই দিবসটি।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :