নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১২:৫৭| আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৩:৪১
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে ফতুল্লার একটি মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মেহেদী হাসান মুরাদ ও আমানুল্লাহ।

রবিবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল শমসের উদ্দিন ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেক উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘ফতুল্লার একটি মাদ্রাসায় নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য মিলিত হয়েছে-এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই মাদ্রাসার সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।’

নারায়ণগঞ্জ এলাকায় তাদের কর্মকাণ্ড আরও গতিশীল করতেই এই বৈঠকে সবাই মিলিত হয়েছিল বলে দাবি র‌্যাবের।

গ্রেপ্তার মেহেদী হাসান মুরাদ রাজধানীর গ্রিন ইউনির্ভাসিটি থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ পড়াশোনা করেছেন। আর আমানুল্লাহ ফতুল্লার স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে সর্বজনীন পেনশন স্কিমের কিস্তি 
স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি
বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই: খলিলুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা