রূপনগরে বিস্ফোরণ: সেই বেলুন বিক্রেতা গ্রেপ্তার

রাজধানীর রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি বস্তিতে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আবু সাইদ।
বুধবার গভীর রাতে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীটি। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তার আবু সাইদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি মিরপুরের দুয়ারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘সাইদ একটি পোশাক কারখানায় এবং টেইলার্সের দোকানে কাজ করতো। দুই সপ্তাহ আগে এই কাজ ছেড়ে রঙিন গ্যাস বেলুনের ব্যবসা শুরু করে। চকবাজার থেকে কেমিক্যাল কিনে নিজেই গ্যাস উৎপাদন করে বেলুন ব্যবসা শুরু করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’
গতকাল দুপুর সাড়ে তিনটার দিকে রূপনগরের মনিপুর স্কুলের পূর্বপাশের ১১ নম্বর সড়কের মাথায় বেলুনে গ্যাস ভরতে গিয়ে তিনটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সাত শিশুর মৃত্যু হয়। তারা হলেন- ফারজানা, নূপুর, রুবেল, রমজান, নিহাদ, শাহিন ও রিয়া মনি। এদের সবার বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে। এই ঘটনায় ১৪ জনের মতো আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক বলে জানা গেছে।
বিস্ফোরণের ওই ঘটনায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ বাদী হয়ে বেলুন বিক্রেতা আবু সাইদের বিরুদ্ধে একটি মামলা করে।
ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসএস/এমআর

মন্তব্য করুন