খোকাকে দেশে আনতে সরকারের সহায়তা চান ফখরুল

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, তিনি (খোকা) যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন।’
সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘তিনি (সাদেক হোসেন খোকা) আমাদের বলেছেন, তার বন্ধুদের বলেছেন, দেশের মাটিতেই যেন আমার কবর হয়। আজও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে, বাবার এই ইচ্ছা আমরা পূরণ করতে চাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, তিনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন।’
ফখরুল বলেন, ‘সাদেক হোসেন খোকা দুরারোগ্যে ক্যানসারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। আমি নিউইয়র্কে গিয়ে কয়েকবার তার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতাম, মানুষের সঙ্গে থাকতাম।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ দুঃশাসনের যে যাঁতাকলে আমরা পড়েছি, শুধু সাদেক হোসেন খোকা নন, আমাদের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই শেষ পর্যায়ে চলে এসেছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অত্যন্ত অসুস্থ, শাহজাহান সিরাজ অসুস্থ। এভাবে দেখবেন, চারদিকে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন, তারা অসুস্থ হয়ে পড়ছেন দেশের এই অবস্থার কারণে।’
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, নবী উল্লাহ নবী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/বিইউ/জেবি)

মন্তব্য করুন