নাঈমের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২২:৩৯ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ২২:২১

দুর্দান্ত খেলছেন নাঈম শেখ। তরুণ এই ওপেনার ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম অর্ধশত। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে লিটন ও সৌম্য আউট হয়ে যাওয়ার পর লড়ে যাচ্ছেন নাঈম শেখ ও মোহাম্মদ মিথুন।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের দেয়া ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ১০৬ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। পরপর দুই বলে ফিরে গেছেন লিটন দাস ও সৌম্য সরকার। দীপক চাহারের করা ইনিংসের তৃতীয় ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ হন লিটন। পরের বলে মিড-অফে দুবের হাতে ক্যাচ হন সৌম্য। ৮ বলে ৯ রান করেছেন ওপেনার লিটন। ওয়ানডাউনে নেমে প্রথম বলেই ফিরে গেছেন সৌম্য।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে ভারত। বিপ্লব ক্যাচ মিস করায় ব্যক্তিগত শূন্য রানে জীবন পেয়েছিলেন শ্রেয়াস আয়ার। সেই ব্যাটসম্যান ৩৩ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে করেছেন ৬২ রান। ৩৫ বলে ৫২ রান করেছেন লোকেশ রাহুল।

বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ২টি, সৌম্য সরকার ২টি ও আল-আমিন হোসেন ১টি করে উইকেট নেন।

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ভারত। সুতরাং, আজকের ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে। এর আগের দুই ম্যাচে যারা পরে ব্যাট করেছে তারাই জিতেছে।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :