সাত ঘণ্টা পর পূর্বাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৪:৫৭
অ- অ+
দুর্ঘটনার পর উল্টে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনের একটি বগি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ‏ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টার বেশি সময় পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

মঙ্গলবার ঢাকা রেলওয়ে কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। ঢাকা রেলওয়ে কন্ট্রোল রুম জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগাযোগ করে জানা যায়, দুর্ঘটনা সংগঠিত হওয়া দুটি লাইনের মধ্যে একটি চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানা যায়।

মঙ্গলবার ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৬ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

দুর্ঘটনার পর ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি সরাতে অংশ নেয় দুটি রিলিফ ট্রেন। প্রায় সাত ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এনআই/এএইচ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা