দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:৫৮

দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স-এমন মন্তব্য করে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় প্রমাণ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

সোমবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিইডিপির ৮ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপাচার্য এই হুঁশিয়ারি দেন।

হারুন-অর-রশিদ বলেন, ‘দুর্নীতি আজ ক্যান্সারের মতো সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। জাতির জন্য এটি খুবই উদ্বেগজনক। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, তার প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সমর্থন রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেনামে পত্রচালাচালি বা ঢালাও অভিযোগ না করে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা কর্তৃপক্ষকে সরবরাহ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। আর বেনামে বা ভিন্ন পন্থায় নানা মহলে অসত্য অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যবস্থা ও উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, কোর্স উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক (বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শান্তনু মজুমদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. সেলিম ভুইয়া (ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

অনুষ্ঠান শেষে সিইডিপির আওতায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ৮ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন উপাচার্য হারুন।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :