পেঁয়াজ সিন্ডিকেটের পেছনে বিএনপি: কাদের

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৪৮ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১৮:৪৬

সম্প্রতি পেঁয়াজের বাজারে কারসাজির মাধ্যমে মূল্যবৃদ্ধির যে চক্র এর পেছনে বিএনপি রয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লবণ সংকট নিয়েও বিএনপি গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপি একে একে তাদের সব ঘাঁটি হারিয়ে ফেলছে। এরমধ্যে নোয়াখালী জেলা অন্যতম। বিএনপির রাজনীতি প্রেস রিলিজনির্ভর, ষড়যন্ত্র ও গুজব ছাড়ানোর দল। বিএনপি হচ্ছে ভুয়া, বাংলাদেশ ভুয়া পার্টি।’

কাদের বলেন, ‘দেশে ব্যর্থ হয়ে তারা বিদেশিদের কাছে নালিশ করে। নালিশ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো যাবে না।’

‘বিএনপি গুজবের দল। তারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে। চাল, পেঁয়াজ ও লবণ সংকটের গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘গত নির্বাচনে বিএনপি ভারতের আনুগত্য লাভে ব্যর্থ হয়েছে। আর আওয়ামী লীগ আনুগত্য নয়, বন্ধুত্ব চায়।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শিল্পায়ন, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি, শিক্ষা, চিকিৎসা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিদেশিরা বাংলাদেশের চলমান উন্নয়নে প্রশংসা করছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, মির্জা আজম এমপি, অসীম কুমার উকিল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী এমপি।

সম্মেলনে উপস্থিত ছিলেন হাতিয়া আসনের সাংসদ আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরন, চাটখিল আসনের এমপি এইচ এম ইব্রাহিম, সেনবাগ আসনের এমপি মোরশেদ আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

আরও ৬১ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :