ঢাকাটাইমস সম্পাদককে হুমকি: লেবানন বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১৬:২৪

পরপর দু’বার ‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয়ে দৈনিক ‘ঢাকা টাইমস’, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকিতে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন বাংলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার লেবানন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন সরকার ও দৈনিক ঢাকাটাইমস লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তারা এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

লেবানন বাংলা প্রেসক্লাবের পাঠানো বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকই দেশ-জাতির উন্নয়নে কাজ করে থাকেন। কিন্ত শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে এমন হুমকি এলে সাংবাদিকতার সকল কাজে বাধা ছাড়া আর কিছু নয়।

এমন হুমকি বা এই অপকর্মের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে চাঁদা দাবিকারীর মুখোশ উন্মোচন করা হোক। একজন সজ্জন সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলনকে একাধিকবার প্রাণনাশের হুমকি শুধু একজন সম্পাদকের জন্য নয়, বরং সাংবাদিক সমাজ তথা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আরিফুর রহমান দোলনের নিরাপত্তাদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান এ প্রবাসী সাংবাদিক নেতারা।

একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের পাশে দাঁড়াবে। শুধুমাত্র মালিকানা কিংবা আদর্শ বিবেচনায় একজন সাংবাদিককে এড়িয়ে চলার সুযোগ নেই। একজন সাংবাদিক আরেক সাংবাদিকের ভাই ও স্বজন। তাই একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। দেশ এবং প্রবাসে সকল প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান লেবানন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :