আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

আরব আমিরাতে বিশিষ্ট সংগঠক আলহাজ ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে নির্বাচনি জনসভা করেছে আমিরাতস্থ হাটহাজারীবাসী। মঙ্গলবার আজমানস্থ দুবাই রেস্টুরেন্ট হলরুমে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম মাসুমের সভাপতিত্বে ও তহিদুল আলম জিলানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- মোহাম্মদ মোশারফ হোসেন, ইসমাইল গনি চৌধুরী, ফারুক নোমান, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
আগামী ২১ মে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাটহাজারী গণমানুষের নেতা, সৎ, নির্ভীক ও পরোপকারী, রাজনীতিবিদ, হাটহাজারীর ১০৬টি ওয়ার্ডের সুপরিচিত কর্মীবান্ধব আলহাজ ইউনুছ গণি চৌধুরীর আনারস মার্কার সমর্থনে ভোট দেয়ার লক্ষ্যে বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই হাটহাজারীবাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
(ঢাকা টাইমস/০৮মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন