আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

আমিরাত প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৪, ২১:০৪
অ- অ+

আরব আমিরাতে বিশিষ্ট সংগঠক আলহাজ ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে নির্বাচনি জনসভা করেছে আমিরাতস্থ হাটহাজারীবাসী। মঙ্গলবার আজমানস্থ দুবাই রেস্টুরেন্ট হলরুমে এ জনসভা অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম মাসুমের সভাপতিত্বে ও তহিদুল আলম জিলানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- মোহাম্মদ মোশারফ হোসেন, ইসমাইল গনি চৌধুরী, ফারুক নোমান, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

আগামী ২১ মে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাটহাজারী গণমানুষের নেতা, সৎ, নির্ভীক ও পরোপকারী, রাজনীতিবিদ, হাটহাজারীর ১০৬টি ওয়ার্ডের সুপরিচিত কর্মীবান্ধব আলহাজ ইউনুছ গণি চৌধুরীর আনারস মার্কার সমর্থনে ভোট দেয়ার লক্ষ্যে বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই হাটহাজারীবাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/০৮মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা