মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৪, ২১:০০| আপডেট : ১১ মে ২০২৪, ২১:০৭
অ- অ+
ফাইনাল ম্যাচের পর অতিথিদের সঙ্গে বিজয়ীরা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) মাহসা ইউনিভার্সিটি কমিটির উদ্যোগে ‘বিয়াম ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-১’ অনুষ্ঠিত হয়েছে।

এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘রাজশাহী কিংস’ এবং রানারআপ হয়েছে ‘মমতাজ মার্ট’।

শনিবার (১১ মে) মাহসা ইন্টারন্যাশনাল স্কুলের ইনডোর স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত ৮টি দল অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি ও বিয়াম প্রেসিডেন্টখেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর।

প্রধান অতিথির বক্তব্যে মাহসা ইউনিভার্সিটির সাবেক এই ভিপি বলেন, ‘প্রবাসে শিক্ষার্থী ও তরুণদের মাঝে নিয়মতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় তরুণদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা ও আন্তঃসম্পর্ক উন্নয়ন ব্যাপকভাবে বিস্তৃতিলাভ করবে। বিয়ামের পরিকল্পিত কর্মসূচিগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশাজাগানিয়া বার্তা বহন করে।’

টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ ফুড ইন্ডাস্ট্রির এ্যাকাউন্ট এক্সিকিউটিভ মো. মাহামুদুল হাসান রিফাত, ইউকেএম শিক্ষার্থী সোহানুর রহমান, বিয়াম মাহসা চ্যাপ্টার কমিটির প্রেসিডেন্ট এস এম ফাইয়াজ আলম, সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১১মে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা