বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদের বড় চাচা এবং শাশুড়ির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার স্থানীয় একটি মসজিদে বাহরাইন বিএনপির উদ্যোগে মাহফিলটির আয়োজন করা হয়।
গেয়াস উদ্দিন মিয়াজির সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় মাহফিলে গ ম আসরাফ উদ্দিন, মুজাহিদুল ইসলাম, আকবর হোসেন, খোরশেদ আলম মজুমদার, মিজানুর রহমার, আক্তারুজ্জামান মিয়া, রুহুল আমিন, আলাউদ্দিন আহমেদ, সাহিন পাটোয়ারী, কামাল আহমেদ,মামুন মজুমদার মোহসিন চৌধুরী রিপন, মহিউদ্দিন। সালাউদ্দিন কবির, মকবুল হোসেন, শাহ আলম সওদাগর, ক্যাপ্টেন হুমায়ুন, মিজান সরকার, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, মেজবা উদ্দিন, আমান উল্লাহ, মোস্তাক আহমেদ, হারিছ খলিফা ও আব্দুল্লাহ আল মামুনসহ মাহফিলে মৃতের আত্মীয়-স্বজনসহ প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে সকল প্রবাসী পরিবারের সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন