কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

ওবায়দুল হক মানিক, আমিরাত প্রতিনিধি
  প্রকাশিত : ১০ মে ২০২৪, ২৩:৩৬
অ- অ+

আরব আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশ ও প্রবাসীদের সম্মান বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই কাউন্সিলর ও দূতালয় প্রধান আশফাক আহমেদ। সংগঠনটির কার্যক্রম খুবই প্রশংসনীয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ সমিতি শারজা বঙ্গবন্ধু হলে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরব আমিরাতের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আর্ত মানবতার সেবায় অসহায়দের জন্য কুলাউড়া ওয়েলফেয়ার কার্যক্রম যেভাবে পরিচালনা করে আসছে তা আগামীতে এই সম্মান অব্যাহত রাখবেন বলে কুলাউড়া সন্তান হিসেবে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মো. মাহাতাবুর রহমান নাসির।

সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আরব আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা সিআইপি বদরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, বিশিষ্ট সংগঠক জিএম জায়গিরদার, মো. গুলজার খান, মোহাম্মদ বদরুল ইসলাম, আব্দুল হামিদ বদরুল, আকলিম রাজা চৌধুরী, আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম চৌধুরী এনাম, মোহাম্মদ সাদিকুর রহমান চৌধুরী ও আবুল কালাম প্রমুখ।

বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালেক মিয়া, এমএ মুকিত সাইদুল, আমিন হাসান খান, বরিশাল কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।

অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন সাইফুল ইসলাম সাইফ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহবুবুর রহমান। আলোচনা শেষে সম্মেলনে গুলজার খানকে সভাপতি এবং সালেক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা