চলে গেলেন ক্রিকেটের ‘প্রিয় বন্ধু’ বব উইলিস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:১২

ইংল্যান্ড ক্রিকেটের সাবেক অধিনায়ক, সাবেক পেস বোলার ও ধারাভাষ্য কক্ষের নিয়মিত মুখ বব উইলিস (৭০) মারা গেছেন। উইলিসের মৃত্যুর পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানায়, ‘একজন প্রিয় বন্ধুকে হারালো ক্রিকেট।’

তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উইলিস। এ মৃত্যুর মাধ্যমে তাদের পরিবার একজন অসাধারণ স্বামী, বাবা, ভাই ও দাদুকে হারিয়েছেন।

প্রায়ই চোটে থাকলেও ১৯৭১ থেকে ১৯৮৪ পর্যন্ত ৯০টি টেস্ট খেলে নামের পাশে ৩২৫ উইকেট লিখে রাখেন ইংল্যান্ডের ইতিহাসের সফলতম পেস বোলার উইলিস।

নিজের মাত্র তৃতীয় টেস্টেই ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। হেডিংলিতে হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ৪৩ রানে অজিদের ৮ উইকেট নেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ধারাভাষ্যকার হিসেবেও ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/৫ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :