ইমামদের মাসিক ভাতা দেয়ার ঘোষণা মেয়র জাহাঙ্গীরের

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪২
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের সব মসজিদের ইমামদের মাসিক ভাতা দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সম্মানি ব্যাংকে তাদের অ্যাকাউন্টে চলে যাবে।

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে গাজীপুর সিটি করপোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশের সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন মেয়র।

মেয়র আরো বলেন, ‘গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদের খতিব ও ইমামদের তালিকা করা হয়েছে। গাজীপুর সিটিতে তাদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেয়া হবে। যেখানে তাদের জন্য হাদিস ও কোরআন নিয়ে গবেষণা করার কেন্দ্রও থাকবে। ইমামদের হজে যাওয়ার জন্য বাৎসরিক বাজেট করে দেয়া হবে। এ সময় সিটিতে আবর্জনা-ময়লা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মেয়র ইমামদের সহযোগিতার আহবান জানান।’

মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে কবরস্থান করে দেয়া হবে এবং কবরস্থানের পাশে একটি করে মসজিদ এবং মাদ্রাসাও করে দেয়া হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মুনির হোসাইন আব্বাসী, হাফেজ মুজিবুর রহমান মাহমুদী, মাওলানা ফজলুর রহামান, সামসুদ্দিন খন্দকার, হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।

ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা