সরকারের সমালোচনা করতে পারবে না আসামের শিক্ষক-কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৩ | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮

সরকারের যেকোনো প্রকল্প কিংবা সরকারের বিরুদ্ধে মুখ খুললেই শাস্তির বিধান রেখে ফরমান জারি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের রাজ্য সরকার।

দেশটির সংবাদমাধ্যম প্রান্তজ্যোতি জানায়, গত সোমবার রাজ্য সরকারের ডিরেক্টর অব হায়ার এডুকেশন বিভাগ একটি নতুন নির্দেশিকা জারি করে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারী কর্মচারী মাত্রেই সরকার কিংবা সরকারি প্রকল্পের বিরুদ্ধে প্রকাশ্যে কোথাও কোনও ভাবে মুখ খুললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনও সরকারি কলেজে কর্মরত শিক্ষক তথা সরকারি কর্মচারীকে সরকার কিংবা সরকারি প্রকল্পের সমালোচনায় পাওয়া গেলে তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পড়তে হবে। এতে আসাম সিভিল সার্ভিস (কনডাক্ট), ১৯৬৫ এর ৩ ও ৭ ধারা অবমাননা করা হয়েছে বলে ধরা হবে।

এবং এর জন্য তখনই ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যে ওই নির্দেশিকা রাজ্যের প্রতিটি কলেজের অধ্যক্ষকে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আসাম কলেজ শিক্ষক সংস্থার ব্যানারে রাজ্যের বিভিন্ন কলেজের শিক্ষকরা বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজ শিক্ষকদের জন্য নতুন এই ফরমান জারি করা হয়েছে।

তবে নতুন নির্দেশনা বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের কলেজ শিক্ষক সংস্থার নেতৃস্থানীয় কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্রেসিডেন্ট রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারে জীবনের কোনো চিহ্ন নেই: রাষ্ট্রীয় টিভি

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :