মির্জাপুরে কবরস্থান থেকে ২২ কঙ্কাল চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১২:১১| আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৩:৪১
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার রাতে শত বছরের পুরনো শুভুল্যা সোহাগ কবরস্থানে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুভুল্যা, কুর্নী, হাতকুড়া গ্রামের মানুষ মিলে কবরস্থানটি প্রতিষ্ঠা করেন। পুরনো এই কবরস্থানটিতে শত শত মানুষের কবর রয়েছে। মঙ্গলবার সকালে এলাকার লোকজন সেখানে গিয়ে অনেক গর্ত খোঁড়া দেখতে পান। সন্দেহ হলে কবরস্থানের ভেতরে ঢুকে তারা দেখতে পান ২২টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নেয়া হয়েছে।

শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার বলেন, কয়েক মাস আগেও কবরস্থানটি থেকে পাঁচ-ছয়টি কঙ্কাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও ২২টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। আলোর ব্যবস্থা না থাকায় কবরস্থান থেকে প্রতিনিয়তই এলাকার লোকজন কঙ্কাল চুরির শঙ্কায় থাকেন।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা