সাত ঘণ্টা পর শাহজালালে উড়ল বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ১১:৪০| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:৪৪
অ- অ+

সাত ঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল বিমান চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর চারটা থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর থেকে বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। অবতরণ করেনি বিদেশ থেকে আসা কোনো বিমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক বেনি মাধব বিশ্বাস ঢাকা টাইমসকে বলেন, কুয়াশার কারণে ভিজিবিলিটি শূন্য হওয়ায় ভোর চারটা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়। এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট চলাচল করছে।

জানা যায়, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ভোর থেকে ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা