‘ঋণের চাপে’ নিজ বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:০৬
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে ‘ঋণের চাপে’ ব্যবসায়ী এনামুল হক নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে তার ব্যবসায়িক কার্যালয়ের দ্বিতীয় তলার নিজ অফিস কক্ষে তিনি আত্মহত্যা করেন।

দুপুরে রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ব্যাংকের খেলাপি ঋণের হতাশা থেকেই আত্মহত্যা করেন এনামুল হক।

নিহত এনামুল হক পুরাতন বাজারের মেসার্স সাজ্জাদ আহম্মেদ অ্যান্ড সন্সের মালিক ছিলেন।

নিহতের ভাই আনোয়ার সাদাত জানান, ‘একটি ব্যাংকে তার প্রায় সাত কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণ খেলাপির মামলায় আদালতে বুধবার তার হাজিরার দিন ছিল। মামলায় তার জামিন নামঞ্জুর হওয়ার আশঙ্কাও ছিল। এজন্যই তিনি আত্মহত্যা করেন।’

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, এনামুল হক নিজের বন্দুকের একটি গুলি ব্যবহার করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে সিআইডি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।

তিনি আরো বলেন, ‘স্ইুসাইড নোট থেকে জানা যায় ব্যাংক ঋণের চাপ সহ্য করতে না পেরেই তার এই আত্মহত্যা।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা