বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:১৩
অ- অ+

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য বাবর আজমকে অধিনায়ক ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সিরিজটির জন্য তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের ফেরার কথা থাকলেও দলে জায়গা হয়নি তার। এই টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা হ্যারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট।

তবে বিপিএলে দুর্দান্ত খেলে এই সিরিজে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক। এবারের বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে দুর্দান্ত ছিলেন মালিক। তারই পুরস্কারস্বরুপ ডাক পেলেন পাকিস্তান দলে। অন্যদিকে অনেকদিন পর পাকিস্তান দলে ডাক পেয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ভালো করার দরুণ দলে ডাক পেয়েছেন তিনি।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আমাদ বাট, হারিস রউফ,মোহাম্মদ হাফিজ,শোয়েব মালিক,আহসান আলি,ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা