উইকেট ছিল অবাক করার মতো: রিয়াদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৬
অ- অ+

ভালো শুরুর পরও হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। তবে এই হারের পেছনে ব্যাটিংয়ে অন্তত ১৫ রান কম হওয়াকে দুষছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘ব্যাটিংয়ে আমরা অন্তত ১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা ভালো করেছে। বিপ্লব ও পেসাররা ভালো বল করেছে। ফিল্ডিংয়ে বাড়তি বাউন্ডারি উপহার দিয়েছি। কয়েকটা রান আউট ও ক্যাচের সুযোগ নষ্ট করেছি। মাঠে আরও ভালো করতে হবে।’

উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘উইকেট ছিল অবাক করার মতো এবং বল যত পুরনো হয়েছে শট খেলা তত কঠিন হয়েছে। তবে লড়াইটা ভালোই হয়েছে।’

পাকিস্তানের আতিথেয়তা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মাহমুদুল্লাহ, ‘পাকিস্তানের আতিথেয়তা ভালো। আমরা এখন পরের ম্যাচের অপেক্ষায় আছি।’

টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে শেষ ওভারে জয় পায় পাকিস্তান। ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

তিনি বলেন, ‘শুরু থেকে আমি যেটা দেখেছি নতুন বলে খেলা যচ্ছিল। তবে পুরনো বলে খেলা কঠিনই ছিল। কৃতিত্ব বোলারদের দিতে হবে। তাদের ভালো শুরুর পরও বোলাররা বাংলাদেশকে অল্প রানে আটকে রাখে। ফিল্ডিংও ভালো হয়েছে।’

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা