ব্রায়ান্টের মৃত্যুতে মর্মাহত মেসি-রোনালদো

মার্কিন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। আসলে কোবে ব্রায়ান্ট শুধু কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন অনেক ক্রীড়াবিদদের অনুপ্রেরণা। কোবের প্রয়াণে মর্মাহত দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে নেইমার।
মর্মান্তিক দুর্ঘটনায় কোবের প্রয়াণে রোনালদো লিখলেন, ‘কোবে এবং তাঁর মেয়ে গিয়ান্নার মৃত্যু হয়েছে খবরটা পেয়েই মন ভেঙে গেছে। কোবে ছিলেন প্রকৃত কিংবদন্তি এবং অনেকের অনুপ্রেরণা। তাঁর পরিবার-বন্ধুদের পাশাপাশি দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রত্যেককে আমার সমবেদনা জানাই।’
লিওনেল মেসি ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমার বলার কোনও ভাষা নেই... কোবের পরিবার ও বন্ধুদের প্রতি আমার ভালোবাসা। তোমার সঙ্গে ভালো সময় কাটিয়েছি। তুমি সত্যিই জিনিয়াস।’
ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা থেকে নেইমার। সকলেই কোবের প্রয়াণে মর্মাহত। তাঁরাও শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন কোবেকে।
(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল)

মন্তব্য করুন