সিআইডি কর্মকর্তাকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৯

রাজবাড়ীর কালুখালিতে এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সাথে ওই প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় মামলার অপর নয় আসামিকে খালাস দেয়া হয়। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রবিউল ইসলাম জিরু, আকমল শেখ, কুদ্দুস শেখ, বুলু শেখ, জালাল উদ্দিন শেখ, ডালিম শেখ ও তপন শেখ। তারা সবাই কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, কালুখালি থানার মৃগী বাজারে ২০১১ সালের ১১ নভেম্বর প্রকাশ্যে সকাল ১০টায় নারায়ণগঞ্জ থানায় কর্মরত সিআইডির এসআই আব্দুর রাজ্জাককে হত্যা করে অভিযুক্তরা। এ হত্যার দায়ে ১১ জনকে আসামি করে একটি মামলা করেন নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া রাজ্জাক। পরে পুলিশ তদন্ত করে আরো পাঁচজনকে অন্তর্ভুক্ত করে ২০১৪ সালে মোট ১৬ জনে বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ নভেম্বর জমি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধলে আব্দুর রাজ্জাককে তার প্রতিবেশীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :