জয়পুরহাটে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৬ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম মোস্তাফিজুর রহমান হাসান।

বুধবার রাতে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তাফিজুর পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, ভুয়া প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য মোস্তাফিজ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে মোস্তাফিজুর রহমান এবং মিষ্টি আক্তার নামে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এই ফেসবুক আইডি এবং মেসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দেয়ার কথা বলে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালায়। ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিকাশ একাউন্টের মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নেয় সে।

বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :