বাংলাদেশ-পাকিস্তান টেস্টে থাকছে অত্যাধুনিক ‘২৩ ক্যামেরা’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩
অ- অ+

জঙ্গিআক্রান্ত দেশ পাকিস্তানে নিরাপত্তার প্রচুর কড়কড়ি থাকলেও ম্যাচ আয়োজনে কোনো কমতি রাখছে না পিসিবি। ইতিমধ্যেই প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তা দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ শুক্রবার মাঠে নামছে পাকিস্তান ও বাংলাদেশ। এদিকে এই ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করতে প্রযুক্তিগত বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে। রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টটি সরাসরি সম্প্রচার করবে টেন স্পোটর্স। এই সম্প্রচারের জন্য মাঠের বিভিন্ন অ্যাঙ্গেলে বসানো থাকবে মোট ২৩টি ক্যামেরা।

এগুলোর মধ্যে রয়েছে সুপার-স্লো স্পিন ভিশন ক্যামেরা, আলট্রা হাই-স্পিড ক্যামেরা, ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), হক আই বল ট্র্যাকিং, আলট্রা-মোশন ও স্টাম্প ক্যামেরা।

টেন স্পোর্টসের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্প্রচার অংশীদার বেশ কয়েকটি টিভি চ্যানেলও সম্প্রচার করবে টেস্টটি।

এদিকে এই ম্যাচ দেখতে টিকিটের সর্বনিম্ম দাম রাখা হয়েছে বাংলাদেশি মাত্র সাড়ে ২৭ টাকা। পাকিস্তানের বিপক্ষে প্রায় পাঁচ বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই দলের সর্বশেষ টেস্ট লড়াই হয়েছিল ২০১৫ সালে দেশের মাটিতে। বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৩ সালে।

(ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা