সন্তান কোলে কোয়েল, নেটপাড়ায় হইচই

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২
অ- অ+

নিরাপদ, নিশ্চিন্ত আশ্রয়ে কোয়েল মল্লিকের কোলে ঘুমিয়ে রয়েছে সদ্যোজাত। পরম মমতায় তাকে বুকে আঁকড়ে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় এই নায়িকা। কে এই সদ্যোজাত? তার সঙ্গে কোয়েলের কী সম্পর্ক? তবে কী চুপিসারে মা হয়েছেন রঞ্জিত মল্লিকের কন্যা? এমন সব প্রশ্নে হইচই পড়ে গেছে নেটপাড়ায়।

অবশেষে জট খুলছে এই রহস্যের। নায়িকা আসলে সত্যি সত্যি মা হননি। এটি তার আগামী ছবি ‘রক্ত রহস্য’র ফার্স্ট লুক। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে সৌকর্য ঘোষাল পরিচালিত এ ছবির একটি পোস্টার। সেখানে কোয়েলের কোলে এক সদ্যজাতকে দেখেই আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

‘রক্ত রসস্য’ ছবিতে কোয়েল মল্লিকের চরিত্রটির নাম স্বর্ণজা। পেশায় তিনি একজন রেডিও জকি। এ চরিত্রটি সম্পর্কে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ‘আদ্যোপান্ত একটি ইমোশনাল মেয়ের জার্নির সঙ্গে কীভাবে পরতে পরতে জড়িয়ে যায় রহস্য, তাই নিয়েই এই ছবি। ‘রক্ত রহস্য’ ইমোশনাল থ্রিলার গল্পের ছবি।’

কোয়েলকে এমন চরিত্রে বেছে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই চরিত্রটার ওই গার্লস টু দ্য নেক্সট ডোর ইমেজ রয়েছে। কোয়েলদির মধ্যেও সেটা রয়েছে। একই সঙ্গে লার্জার দ্যান লাইফ একটা অ্যাঙ্গেলও রয়েছে। এ রকম একটা ঝকঝকে চরিত্র বাছার সময় আমার কোয়েলের মুখটাই মাথায় এসেছিল।’

কিন্তু বাস্তবেও তো কোয়েল অন্তঃস্বত্বা। মা হওয়ার বেশি দিন বাকি নেই। এরই মধ্যে ছবির প্রোমোশন। অসুবিধে হবে না? সৌকর্যের সোজাসাপ্টা উত্তর, ‘কোয়েল অসম্ভব কমিটেড একটি চরিত্র। ও যখন কোনও সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে, ভেবেই জানিয়েছে। সমস্ত দায়-দায়িত্বকে সামাল দিয়ে ছবির জন্য মনোনিবেশ করতে পারবে বলেই ধারণা।’

এ রকম একটি চরিত্র নিয়ে উত্তেজিত কোয়েলও। মিতিন মাসির পর আবারও এক থ্রিলার তার ঝুলিতে। ব্যাট হাতে নেমে পড়েছেন পরিচালক ও নায়িকা। কোয়েলের ‘রক্ত রহস্য’ প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। সেই পর্যন্ত অপেক্ষা।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা