হবিগঞ্জে চোরাচালান থামছে না

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৩
অ- অ+

কোনো কিছুতেই যেন থামছে না হবিগঞ্জে সীমান্তের চোরাচালান। প্রতিদিনই অবৈধভাবে আসছে কোনো ভারতীয় পণ্য। কখনো নিম্ন মানের চা-পাতা, কখনো মোবাইল ফোন, কখনো জিরা, গাড়ির টায়ার, নিম্নমানের ওষুধ, সানগ্লাস, হাত ঘড়ি, গাড়ির যন্ত্রাংশ, শাড়ি, থ্রি-পিচ, লেহেঙ্গা, সিএনজি গাড়ির টায়ার-টিউব, ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ প্রায় ডজনখানেক পণ্য।

গত তিন সপ্তাহে র‌্যাব, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে । এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না সীমান্তের চোরাচালান। অবৈধ পণ্য আমদানি-রপ্তানি চলছেই। আর ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে সীমান্তের গডফাদাররা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট সীমান্ত থেকে থানা পুলিশ উদ্ধার করে শতাধিক অত্যাধুনিক মোবাইল ফোন। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। আর এর মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে বিজিবি চিমটিবিল বিওপি সদস্যরা আটক করে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কোলগেট টুথপেস্ট। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

গত ৪ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় অভিযান চালিয়ে একটি বাগানের ভেতর থেকে উদ্ধার করেন ৪০ বস্তা ভারতীয় নিম্নমানের চা-পাতা। এগুলোর বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা। এ সময় একজনকে আটক করা হয়। এর আগে হবিগঞ্জ সিআইডি পুলিশ চুনারুঘাট সীমান্ত সংলগ্ন চা বাগানে অভিযান চালিয়ে দুই পিকআপ ভর্তি চা-পাতাসহ চালককে আটক করে। যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। তবে এ সময় তিনজন চোরাকারবারি পালিয়ে যায়।

বুধবার হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে তিন হাজার পিস কোলগেট টুথপেস্ট জব্ধ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে চিমটিবিল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল জোয়ান টহলে বের হয়। সীমান্তের ১৯৭৪/৪ এস পিলারের ৬০০ গজ ভেতরে রাবার বাগানে চোরাকারবারিদের কার্টুন দেখে তারা ধাওয়া করেন। এতে চোরাকারবারিরা পালিয়ে যায় এবং তিন হাজার পিস ভারতীয় কোলগেট টুথপেস্ট জব্ধ করেন। জব্ধ কোলগেটের দাম প্রায় দুই লাখ টাকা।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা