খুলনায় সৌম্যের বিয়েতে ফোন চুরি, গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪
অ- অ+

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন সেট চুরির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার খুলনা থানার এসআই টিপু সুলতান আসামিদের সাত দিনের রিমাণ্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির দিন রবিবার ধার্য করেছেন।

আসামিরা হলেন- ঢাকার শ্যামপুরের রাসেল ও ভাষানটেকের সেলিম।

মামলার বিবরণে জানা যায়, গত বুধবার রাতে খুলনা ক্লাবে জমকালো অনুষ্ঠানের সময় বর যাত্রীদের সাতটি ফোন সেট চুরি হয়। সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বরযাত্রী নিয়ে সৌম্য সরকার খুলনা ক্লাবে প্রবেশ করেন। এ সময় তিনটি মোবাইল ফোন চুরি হয়। রাত ১০টার দিকে মালা বদলের আগে আরও চারটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।

সৌম্যর বাবা ও বন্ধু অলীসহ বর যাত্রীদের সাতটি মোবাইল সেট চুরি হওয়ার ঘটনায় হট্টগোল শুরু হলে মালাবদল বন্ধ হয়ে যায়। পরে দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় সৌম্য পরিবারের সদস্য সুখময় সরকার ওই দুজনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন।

সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন চুরির মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন রবিবার ধার্য করেছেন।

রাসেলের নামে শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে। দু’জনেই চিহ্নিত চোর চক্রের সদস্য। তারা মোবাইল চুরির উদ্দেশ্যে এখানে এসেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা