ডিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মুশফিক-তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩
অ- অ+

ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল শুরু হওয়ার আগেই অনানুষ্ঠানিকভাবে নিজেদের মতো দল গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো। এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিকে জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিককে দলে নিয়েছে আবাহনী। তামিমকে পেতেও কম টাকা খরচ করেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল এবার উন্মুক্ত। মূলত ৩ মার্চে শুরু হওয়ার কথা থাকলেও নামীদামী ক্লাবগুলো আগে থেকে ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। ডিপিএলের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড। টাকার অঙ্কে প্রতিবারই সবচেয়ে বেশি আর্থিক খরচে দল গঠন করে তারা। এবারো তার ব্যতিক্রম নয়।

আসন্ন প্রিমিয়ার লিগের জন্য ক্লাবটি দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে। সম্প্রতি সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা যায় এ অভিজ্ঞ ক্রিকেটারকে পেতে ৬০ লাখ টাকা গুনতে হেচ্ছে আবাহনী লিমিটেডকে। মুশফিক বাদে আসন্ন আসরের জন্য দলে নিয়েছে লিটন কুমার দাস, আফিফ হোসেনকে।

মুশফিকের পাশাপাশি বড় অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাক ক্রিকেট ক্লাব। দলীয় সূত্রে জানা যায় টাকার পরিমাণ মুশফিকের মতো না হলেও ৫০ লাখ টাকা গুনতে হয়েছে প্রাইম ব্যাংককে।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা