না ফেরার দেশে পাড়ি জমালেন শফিউলের বাবা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন অবস্থায়ই হঠাৎ করে শফিউলের বাবা জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এরপর টানা দুই সপ্তাহ যাবত ভর্তি ছিলেন হাসপাতালে। বাবার অসুস্থতার কথা জেনে সিলেট থেকে সিরিজের মাঝপথেই ঢাকায় চলে আসেন শফিউল।
বিগত ক’দিন যাবত ধরেই শফিউলের বাবা জাহিদুর ছিলেন লাইফ সাপোর্টে । আইসিইউতে থাকা অবস্থায়ই সোমবার (১৬ মার্চ) হার্ট এটাক করেন। এরপর অবস্থার আরো অবনতি হলে আজ (১৭ মার্চ) বিকেল তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শফিউলের বাবার মৃত্যতে জাতীয় দলের ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন। টাইগার পেসার রুবেল হোসেন নিজ ফেসবুকে শফিউলের বাবার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেন। তিনি ছাড়াও প্রিমিয়ার লিগে খেলা অনেক ক্রিকেটারই শফিউলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/১৭ মার্চ/এআইএ)

মন্তব্য করুন