করোনাতঙ্কে গৃহবন্দি ‘সুপারম্যান’ তারকা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১১:১৯
অ- অ+

মরণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন হলিউডের জনপ্রিয় ‘সুপারম্যান’ ছবির তারকা হেনরি কেভিল। নিজের ঘরে দিন কাটছে তার।

সর্বসাধারণের মতো তারকারা বাড়িতে বসে কাজ করতে পারেন না। তাদের চিত্রনাট্য লাগে, শুটিং সেট লাগে, সহ-শিল্পী লাগে, ক্যামেরা লাগে। তবে করোনা আতঙ্কে হলিউডের সব ধরণের শুটিং আপাতত বন্ধ। তাই ঘরে বসে একঘেয়ে দিন কাটছে তারকাদের।

হেনরি কেভিল অবশ্য কোয়ারেন্টাইনের এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন। কেক, পুডিং, লোফ বানাতে তিনি ভালোবাসেন। তাই বেকিং স্কিল আরেকটু ভালো করার পরিকল্পনা করেছেন এই তারকা। ইনস্টাগ্রামে নিজের বেক করা কিছু সুস্বাদু খাবারের ছবি তিনি শেয়ার করেছেন। চলছে পোষ্যদের সঙ্গে খুনসুটিও।

হেনরি কেভিলকে সর্বশেষ ‘জাস্টিস লিগ’ ছবিতে সুপারম্যান চরিত্রে দেখা গিয়েছিল। করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে যাওয়ার আগে তিনি ‘দ্য উইচার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

ঢাকাটাইমস/২৩মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা